রাস্তায় খাবার বিতরণ করছেন সানি লিওন

দিল্লিতে ১০ হাজার পরিযায়ী শ্রমিকের খাবার ব্যবস্থা করেছিলেন সানি লিওন। চলতি বছর একটি এনজিওর সঙ্গে যুক্ত হয়ে খিচুড়ি এবং ফলের ব্যবস্থা করতেন তিনি।

এদিকে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত সবাই। মৃত্যু ও সংক্রমণের হারে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে বহু তারকা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কেউ প্রয়োজনীয় নম্বর শেয়ার করেছেন। কেউ বা অক্সিজেন বা বেডের ব্যবস্থা করেছেন। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সানি লিওনও।

গতকাল রোববার মুম্বাইতে ট্রাক ভর্তি খাবার নিয়ে বেরিয়ে পড়েছিলেন সেনসেশনাল এই অভিনেত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী ড্যানিয়েল ওয়েবারও। মুম্বাই শহরে এমন প্রচুর মানুষ আছেন, যাদের বাসস্থানের ঠিক নেই। দুবেলা খাবার জোটানো কষ্টকর। প্যানডেমিকের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তাঁদের জন্যই এ দিন খাবারের ব্যবস্থা করেন সানি।

কিন্তু খাবার নিতে ভিড় জমে যায় বাণিজ্য নগরীর রাস্তায়। সূত্রের খবর, অনেকেই সামাজিক দূরত্ব বিধি মানেননি, এমনকি মাস্কও ছিল না অনেকের মুখে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img