করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরো সাতজনের মৃত্যু হয়েছে। রোববার (৬ জুন) সকাল ৯টা থেকে সোমবার (৭ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে সাতজন মারা গেছেন। এদের মধ্যে তিনজনই করোনার হটস্পট চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা। অন্যদের মধ্যে রাজশাহীর একজন, নওগাঁর একজন, পাবনার একজন ও নাটোরের একজন রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২০ করোনা রোগী। এরমধ্যে ১৬ জন রাজশাহীর, তিনজন চাঁপাইনবাবগঞ্জের ও একজন নওগাঁর বাসিন্দা। এদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। বর্তমানে রামেকে মোট ২৩২ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।
এছাড়াও রামেকে ৯১ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত সাতদিনে রামেকে ৬০ জন করোনায় ও উপসর্গে মারা গেছেন।