চট্টগ্রামের হাটহাজারী পুরালিয়া খালের লোহারপুল এলাকা থেকে অজ্ঞাত গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ৪ জুন, শুক্রবার দুপুরে ই লাশ উদ্ধার করা হয়।
হাটাহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম দিনেরখবরকে বলেন, শুক্রবার দুপুরে হাটহাজারী পুরালিয়া খালের লোহারপুল এলাকায় একটি অজ্ঞাত গলিত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে ।
তিনি আরও বলেন, নিহত লাশ চিহ্নিত করার কোনও কিছুই নেই, শরীরে কোন মাংস নেই। লাশটি পুরুষ কিংবা মহিলা কি না তা ও বলা যাচ্ছে না। আমরা হাঁড়গুলো একত্রে করে প্ল্যাস্টিকের ব্যাগে ভরে মর্গে পাঠাব বলেও জানান ওসি রফিকুল ইসলাম।
এন-কে