রাবিতে বিভিন্ন বর্ষের স্থগিত পরীক্ষা শুরু ২০ জুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৯ সালের স্থগিত পরীক্ষাগুলো সশরীরে উপস্থিতিতে আগামী ২০ জুন থেকে শুরু হবে। এছাড়া করোনার কারণে আটকে যাওয়া ২০২০ সালের পরীক্ষাগুলো আগামী ৪ জুলাই থেকে শুরু হবে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অনুষদ ডিন, বিভাগের সভাপতি ও ইনস্টিটিউট পরিচালকের মধ্যকার সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০১৯ সালের স্থগিত পরীক্ষাসমূহ আগামী ২০ জুন থেকে সশরীরে শুরু করতে পারবে। পরীক্ষা শুরুর তারিখ বিভাগীয় অ্যাকাডেমিক কমিটি নির্ধারণ করবে। এছাড়া, বিভাগসমূহ ২০২০ সালের যেকোনো একটি বর্ষের/সেমিস্টারের পরীক্ষার কার্যক্রম অনলাইনে ক্লাস শেষ হওয়া সাপেক্ষে আগামী ৪ জুলাই থেকে সশরীরে শুরু করতে পারবে। কোনো কোনো বর্ষের পরীক্ষা শুরু হবে তা বিভাগীয় অ্যাকাডেমিক কমিটি সিদ্ধান্ত নিবে। পর্যায়ক্রমে ২০২০ সালের বাকি বর্ষগুলোর পরীক্ষাও নেওয়া হবে।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img