নওগাঁর একাংশে কঠোর ‘লকডাউন’, খুলনায় বিধিনিষেধ

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর আগে চাঁপাইনবাবগঞ্জে যে লকডাউন ঘোষণা করা হয়েছিল, তাও আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে।

এছাড়া খুলনা মহানগরীর তিনটি থানায় সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে স্থানীয় প্রশাসনের ভাষায় ‘কঠোর বিধিনিষেধ’ আরোপ করা হয়েছে।

জেলায় কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে সেখানকার কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

নওগাঁর জেলা সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ গনমাধ্যমে বলেন, আমাদের জেলায় কয়েকটি এলাকায় সংক্রমণের হার বেশ উদ্বেগজনক বলে দেখতে পেয়েছি। এই কারণে জেলার নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় ‘সর্বাত্মক লকডাউন’ জারি করা হয়েছে। বাকি অংশেও সরকারি বিধিনিষেধ কড়াকড়িভাবে পালন করতে হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img