সিলেটে দফায় দফায় ভূমিকম্প নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। বড় ধরনের ভূমিকম্পের আগে এ ধরনের প্রি-শক দেখা যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা উৎপত্তিস্থল সিলেট হলেও বড় মাত্রার ভূমিকম্প হলে ক্ষতিগ্রস্ত হবে রাজধানী ঢাকাও।
পরিস্থিতি পযবেক্ষণ করে আর্থ অবজারভেটরি সেন্টার বলছে, ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান। এ কারণে দেশের দুই দিকেই ভূগর্ভে জোরালো ভূমিকম্পের শক্তি জমা হয়েছে। আর বহু বছর ধরে জমে থাকা এ শক্তিতে ৮ মাত্রা পর্যন্ত শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা রয়েছে।
সংস্থাটির দাবি, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের জৈন্তা এলাকার ডাউকি ফল্ট পূর্ব-পশ্চিমে প্রায় ৩০০ কিলোমিটার বিস্তৃত। যেটি দেশের অভ্যন্তরেই পলিমাটি দিয়ে ঢাকা।
এমন অবস্থায় সরকারকে জরুরি প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।