লকডাউন বাড়ল ৬ জুন পর্যন্ত

করোনা নিয়ন্ত্রণে চলমান লকডাউন আগামী ৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। রবিবার (৩০ মে) দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এনিয়ে অষ্টমবারের মত বিধিনিষেধ বাড়াল সরকার।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কঠোর বিধি নিষেধের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন।

এর আগে ২৩ মে আরেকটি ঘোষণায় এক সপ্তাহের জন্য বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর গত ১৪ এপ্রিল দেশে লকডাউন ঘোষণা করে সরকার। প্রথমে ঢিলেঢালাভাবে চললেও পরে কঠোর বিধি-নিষেধ আরোপ করে দেশজুড়ে ‘সর্বাত্মক লকডাউন’ দেওয়া হয়। পরে ৪ দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়, যা আজ শেষ হচ্ছে।

চলমান এই লকডাউনে বন্ধ করে দেওয়া হয় বাস সার্ভিস, লঞ্চ, বিমান ও রেল যোগাযোগ। তবে পরে অর্ধেক আসন খালি রেখে সিটি করপোরেশন এলাকায় বাস ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হয়। কয়েকটি আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চালু করা হয়।

জনগণের জীবন-জীবিকার কথা বিবেচনা করে লকডাউনের মেয়াদ আর বাড়াতে চায়নি সরকার। তবে দেশে ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হওয়ায় কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img