কম সংস্কার চাইলে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে: প্রেস সচিব

রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন হতে পারে, আর যদি প্রয়োজনীয় সংস্কার চায় তাহলে আরও ছয় মাস বেশি লাগতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৯ জানুয়ারি) কৃষি সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। তারপর সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হবে।

আওয়ামী লীগের বিষয়ে শফিকুল আলম বলেন, এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো নেতার অনুশোচনাবোধ দেখছি না। এখনো তারা মিথ্যাচার করে যাচ্ছে। যারা অপরাধী তাদের প্রত্যেকের বিচার হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটা রাজনীতির দলগুলোর বিষয়। তবে অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে। বলেছে বছরের পর বছর উৎপাদন বেড়েছে। কিন্তু ঘটনা উল্টো। যার ফলেই অন্তরবর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে।

সিন্ডিকেট নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে জানিয়ে প্রেস সচিব বলেন, আলুর উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে। যদিও বিগত সরকার আলুর বাম্পার দেখিয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা খুবই যৌক্তিক। আরেকটু বুস্টআপ করা গেলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে।

এমজে/সিটিজিনিউজ

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img