বৃহৎ পাইকারি বাজার চাক্তাই খাতুনগঞ্জে ক্রেতাদের পদচারণে প্রতিদিন যেখানে ভীড় লেগে থাকতো লকডাউনের কারণে সেখানে শুধুই সুনসান নীরবতা। ভোগ্যপণ্যের বাজার লকডাউনের আওতামুক্ত রাখা হলেও পরিবহন সংকটসহ নানাবিধ সমস্যায় বাজারে নেই ক্রেতাদের আনাগোনা। এতে করে অলস সময় পার করছেন এখানকার শ্রমিক ও ব্যবসায়ীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাভাবিক সময়ে যেখানে হাজারো ক্রেতাদের ভীড় থাকতো সেখানে এখন ক্রেতা সংখ্যা নেমে এসেছে শূন্যর কোটায়। অলস সময় পার করছেন মালামাল ওঠানামায় জড়িত শতশত শ্রমিক।
শ্রমিক রহমত মিয়া নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, লকডাউনের ফলে পরিবহন চলাচল কম থাকায় আয়-রোজগার তেমন করতে পারছি না। ফলে পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করছি।
ব্যবসায়ী সুজিত ঘোষ বলেন, অন্যান্য বছর এমন সময় পণ্য বিক্রি করতে নিঃশ্বাস ফেলার সময় থাকতো না। কিন্তু দুই বছর করোনার কাছে অসহায় হয়ে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছি। এভাবে চলতে থাকলে আমরা একদিন দেউলিয়া হয়ে যাবো।