স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার সিন্ডিকেট ভেঙে দেয়া হবে।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) খাদ্য ভবনের মূলগেটের সামনে ‘কৃষি পণ্য ওএমএস কর্মসূচি ২০২৪-এর উদ্বোধন’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন তিনি।
এসময় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা করছে সরকার। এ কর্মসূচির আওতায় নিম্ন আয়ের লোকের জন্য সরকার ভর্তুকিতে কৃষিপণ্য ও সবজি বিক্রয় করবে। কৃষকদের কাছ থেকে সরাসরি আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ কিনে তা ওএমএসর মাধ্যমে বিক্রি করা হবে।
জানা গেছে, রাজধানী ঢাকার ২০টি পয়েন্টে পাইলটিং হিসেবে এ কর্মসূচি চালু করা হয়েছে। দুটি প্যাকেজে পণ্য বিক্রি করা হচ্ছে; যার একটিতে পাঁচ কেজি আলু, এক ডজন ডিম ও এক কেজি পেঁয়াজসহ রাখা হচ্ছে ৩৫০ টাকা। অপর প্যাকেজে রকমারি সবজির জন্য রাখা হচ্ছে ২৫০ টাকা।
এমজে/