ইকুয়েডরের রাজধানী কুইটো’র উপকণ্ঠে ভয়াবহ দাবানল

কুইটো, ইকুয়েডর, ৭ সেপ্টেম্বর, ২০২৪:

ইকুয়েডর জ্বলছে দাবানলে। দেশটির রাজধানী কুইটোতে দমকলকর্মীরা সক্রিয়ভাবে সর্বগ্রাসী দাবানলের বিরুদ্ধে লড়াই করছে যা শহরের উপকণ্ঠে বেশ কয়েকটি এলাকাকে গ্রাস করেছে। বুধবার প্রজ্বলিত দাবানল চিলিবুলো, নয়ন, লা মার্সেড এবং ইতুলকাচি সহ কয়েকটি অঞ্চলকে প্রভাবিত করেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়।

কুইটো ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে যে শুক্রবার পর্যন্ত চিলিবুলোর আগুন সম্পূর্ণরূপে নিভে গেছে এবং নয়নে আর কোন বিস্তার সনাক্ত করা যায়নি। অগ্নিনির্বাপণ প্রচেষ্টায় ৩৫০ টিরও বেশি অগ্নিনির্বাপক যন্ত্র, ৫০জন সামরিক কর্মী, ৬৪টি যানবাহন এবং তিনটি হেলিকপ্টার নিযুক্ত ছিল।

কুইটোর মেয়র পাবেল মুনোজ দায়ীদের জবাবদিহিতার আহ্বান জানিয়েছেন, তিনি বলেছেন- আগুনের কারণ তদন্তাধীন রয়েছে। আনুমানিক ৪৫ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে, তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল রিস্ক ম্যানেজমেন্ট সেক্রেটারিয়েট ইকুয়েডর জুড়ে ১১টি সক্রিয় দাবানল চিহ্নিত করেছে, সাতটি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আগুনে ইতিমধ্যেই প্রায় ৭ হাজার ৬০০ হেক্টর জমি পুড়ে গেছে।

আগুনের তীব্রতা এবং জনবহুল এলাকায় বিমান ব্যবহারে অসুবিধার কারণে দমকলকর্মীরা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। 

শুষ্ক মৌসুম, উচ্চ তাপমাত্রা, প্রবল বাতাস এবং কম আর্দ্রতাকে দাবানলের বিস্তারের জন্য দায়ী করেছেন সংশ্লিষ্টরা।

কুইটোতে স্কুল-কলেজ বন্ধ রয়েছে এবং কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার পরামর্শ দিয়েছেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img