ভিয়েতনামে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে পর্যটকবাহী একটি মিনি বাস চাপা পড়ে অন্তত ৯ জন মারাগেছেন। আজ শনিবার (১৩ জুলাই) এ ঘটনা ঘটেছে বলে জানায় চীনের সংবাদ সংস্থা সিনহুয়া।
প্রাদেশিক কর্তৃপক্ষের বরাতে গণমাধ্যমটি জানায়, ফোর্ড ট্রানজিট মিনি বাসটি হা গিয়াং শহর থেকে বাক মি জেলার দিকে যাওয়ার সময় ভোর ৪টার দিকে ভূমিধসের ঘটনা ঘটে। গাড়িটির মালিকানা ছিল হা গিয়াং শহর ভিত্তিক এনগোক হান পরিবহন সমবায়ের।
স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে উদ্ধারকারী দল ১৩ জনকে কাদা থেকে উদ্ধার করেছে। যার মধ্যে ৯ জন মারা গেছে এবং ৪ জন গুরুতর আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন বালকও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। উদ্ধার তৎপরতা চালাতে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে।
এমজে/