মার্কিন বিমানবন্দরে ভারতীয় যাত্রীর ব্যাগ থেকে গোবরের কেক উদ্ধার

ওয়াশিংটন ডিসির একটি আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় এক যাত্রীর রেখে যাওয়া ব্যাগে গোবরের কেক পেয়েছেন যুক্তরাষ্ট্রের শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগের (সিবিপি) অ্যাজেন্টরা। এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ থেকে গোবরের এই কেক উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সিবিপি।

গোবরের কেক যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ; কারণ এটি অত্যন্ত সংক্রামক এবং পা ও মুখের রোগের সম্ভাব্য বাহক হিসাবে বিবেচিত হয়। সোমবার মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগ বলছে, বিমানবন্দরে ভারতীয় যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার গোবরের কেকগুলো ধ্বংস করা হয়েছে।

এক বিবৃতিতে সিবিপি বলেছে, শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগের কৃষি বিশেষজ্ঞরা গত ৪ এপ্রিল এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে তল্লাশি চালানোর সময় এক যাত্রীর রেখে যাওয়া স্যুটকেস গোবরের দু’টি কেক দেখতে পান।

সিবিপির বাল্টিমোর ফিল্ড অফিসের ভারপ্রাপ্ত পরিচালক কেইথ ফ্লেমিং বলেছেন, গবাদিপশুর মালিকরা পা এবং মুখের রোগের সবচেয়ে ভয়ে থাকেন। প্রাণীবাহিত এই রোগটি অর্থনীতির ওপর মারাত্মক পরিণতি ডেকে আনে। শুল্ক এবং সীমান্ত সংরক্ষণ বিভাগের কৃষি সুরক্ষা মিশনের জন্যও এটি গুরুত্বপূর্ণ হুমকি।

বিশ্বের কিছু অংশে রান্নার অন্যতম জ্বালানি উৎস হিসেবে ব্যবহৃত হয় গোবর। গরুর গোবর ত্বকের ডিটক্সিফায়ার, অ্যান্টিমাইক্রোবায়াল এবং সার হিসাবেও ব্যবহৃত হয়। এসব সুবিধা সত্ত্বেও মুখ এবং পায়ের রোগের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারত থেকে যুক্তরাষ্ট্রে গোবর পরিবহন নিষিদ্ধ বলে জানিয়েছে সিবিপি।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ বলছে, পা এবং মুখের রোগ বিশ্বজুড়েই একটি উদ্বেগের বিষয়। এটি দ্রুত এবং ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। যে কারণে গবাদিপশু খাতের সঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জীবন এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ক্ষতিসাধনও করতে পারে এই রোগ।

এন-কে

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img