ওপেনএআইয়ের বাজারমূল্য ৮০ বিলিয়ন ডলার

একটি নতুন চুক্তি সম্পন্ন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক কোম্পানি ওপেনএআই। যেখানে কোম্পানিটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ বিলিয়ন ডলার।

নিউ ইয়র্ক টাইমসের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।

মূলত এক ধরনের দরপত্রের প্রস্তাবের জন্য কোম্পানিটির এ মূল্যায়ন করা হয়েছে। এতে বিদ্যমান শেয়ারহোল্ডাররা বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করতে পারেন। ভেঞ্চার ফার্ম থ্রাইভ ক্যাপিটালের নেতৃত্বে পরিচালিত এই তথাকথিত দরপত্রের মাধ্যমে ওপেনএআই বিদ্যমান শেয়ার বিক্রি করতে পারবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে ওপেনএআইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সেই অনুরোধের কোনো সাড়া দেয়নি।

এর আগে গত বছরের শুরুর দিকেও একই ধরনের চুক্তি হয়েছিল। সে সময়ে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি থ্রাইভ ক্যাপিটাল, সিকোইয়া ক্যাপিটাল, আন্দ্রেসেন হরোউইটজ এবং কে২ গ্লোবাল দরপত্র প্রস্তাবে ওপেনএআইয়ের শেয়ার কিনতে চেয়েছিল। তখন দরপত্রে কোম্পানির মূল্য নির্ধারণ করা হয়েছিল প্রায় ২৯ বিলিয়ন ডলার। যা এবারের তুলনায় অনেক কম।

২০২২ সালের শেষের দিকে বাজারে চ্যাটজিপিটি এনে তাক লাগিয়ে দিয়েছিল ওপেনএআই। যা বিশ্বজুড়ে রীতিমতো উম্মাদনার কারণ হয়ে দাঁড়ায়। এরপর সব প্রযুক্তি কোম্পানি এআই গবেষণায় তাদের বরাদ্দ বাড়িয়েছে।

রয়টার্স প্রতিবেদনে জানিয়েছে, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান তার চিপ কোম্পানি তৈরির জন্য তহবিল সংগ্রহের জন্য আলোচনা শুরু করেছেন। কারণ এআই বিপ্লবের ক্ষেত্রে চিপে কোনো বিকল্প নেই।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img