বিরোধী দল ও স্বতন্ত্র এমপিরা সংসদকে প্রাণবন্ত করবে: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা দ্বাদশ জাতীয় সংসদকে আরও প্রাণবন্ত করে তুলবে।

বুধবার বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা সকল বিষয়ে সরকারকে প্রশ্ন করতে পারবেন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সংসদীয় গণতন্ত্রকে সুষ্ঠুভাবে পরিচালনা জন্য আমরা বদ্ধপরিকর।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। একই সাথে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু, চীপ হুইপ নুরে আলম চৌধুরী লিটন ও হুইপরাও শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img