পথ হারিয়েছে আমেরিকা : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা পথ হারিয়েছে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির প্রতি ইঙ্গিত করে এ কথা বলেন তিনি।

নেভাদায় এক সমাবেশে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, ‘আমরা এমন একটি জাতি, যারা খুব সহজে পথ হারিয়ে ফেলেছি। এই ভয়াবহ অবস্থা আমরা চলতে দিতে পারিনা।’

তিনি আরও বলেছেন, বাইডেন প্রশাসন আমাদের দেশ ধ্বংস করে দিয়েছে। বাইডেনকে গণতন্ত্রের জন্যে হুমকি এবং অযোগ্য হিসেবে বর্ণনা করেন ট্রাম্প।

এর আগে ট্রাম্প বাইডেন প্রশাসনের বিরুদ্ধে নিজের দেশকে ঘৃণা করার অভিযোগ এনেছিলেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত ২৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলের প্রার্থী বাছাই লড়াইয়ে একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে হারিয়ে জয়ী হন ডোনাল্ড ট্রাম্প। এ জয়ের ফলে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে টানা তৃতীয়বারের মতো মনোনয়ন পাওয়ার দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img