মাটিরাঙ্গায় ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় স্কুল ও মাদরাসার ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৭ জানুয়ারি দিনব্যাপী মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের মাঠে উপজেলার সকল মাধ্যমিক স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপি নানা ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকালে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী সভাপতি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। এ সময়, মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গা উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিষ্ঠানভিত্তিক দুটি ভেন্যু এসব খেলা শেষে আজ দুই ভেন্যুর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী মোহাম্মদ সলিম উল্ল্যাহ, মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল মডেল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img