২য় দিনে আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য দ্বিতীয় দিনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।

রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে মনোনয়ন ফরম বিক্রি করছে দলটি।

তার আগে সকাল থেকেই মনোনয়ন ফরম কিনতে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় মনোনয়ন প্রত্যাশীদের। সকাল ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মনোনয়ন প্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়।

আওয়ামী লীগের হয়ে আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে গতকাল শনিবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১ হাজার ৭৪ জন।

এ দিন সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করে টানা তিন মেয়াদে ক্ষমতায় দলটি।

দলীয় প্রধানের পর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

প্রথম দিনে মোট এক হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক সায়েম খান। তিনি জানান, এর মধ্যে সরাসরি ফরম সংগ্রহ করেন এক হাজার ৬০ জন, বাকি ১৪ জন অনলাইনে।

বিভাগওয়ারি হিসাবে, শনিবার সরাসরি ফরম নেন ঢাকা বিভাগের ২১৪ জন, চট্টগ্রামের ২০১ জন, ময়মনসিংহের ১০৫ জন, সিলেটের ৫৫ জন, খুলনার ১২৫ জন, বরিশালের ৭৫ জন, রংপুরের ১০৯ জন এবং রাজশাহী বিভাগে ১৭৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী মনোনয়ন প্রত্যাশীদের কাছে মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। সেগুলো জমা দিতে হবে মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে। এবার দলটি মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করেছে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img