নির্বাচনের আগে বৈধ অস্ত্র জমা না দিলে ব্যবস্থা : ডিবিপ্রধান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, যাদের কাছে বৈধ অস্ত্র রয়েছে, নির্বাচনের আগে তারা যেন সেগুলো থানায় জমা দেন। যদি তারা অস্ত্র থানায় জমা না দেয় তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। শিগগিরই এ বিষয়ে নির্দেশ দেয়া হবে বলেও জানান তিনি।

হারুন অর রশীদ বলেন, কেউ যদি নির্দেশ অমান্য করে বৈধ অস্ত্রগুলো জমা না দেন, তবে এটা এক ধরনের অপরাধ হবে। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করার পাশাপাশি তাদের অস্ত্রও নিয়ে আসবে এবং তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে।

নির্বাচনের আগে বিশেষ অভিযান চলছে জানিয়ে তিনি বলেন, আমাদের কাছে খোঁজ আসছে, অনেকে এসব অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছেন এবং হুমকি দিচ্ছেন। এটাও আইনের দৃষ্টিতে অপরাধ। আমরা তাদেরকেও গ্রেপ্তার করব।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img