টসে জিতে ব্যাটিংয়ে ভারত

এশিয়া কাপের তৃতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ২০১৯ বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেটে আজই প্রতিবেশী এ দুই দেশের প্রথম দেখা।

চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ম্যাচ দিয়েই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে ভিরাট কোহলিরা। শ্রীলঙ্কার ক্যান্ডিতে অনুষ্ঠিত এ ম্যাচে টসে

এদিকে ভারতের বিপক্ষে ম্যাচের একদিন আগেই নিজেদের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে খেলা জয়ী দল নিয়েই আজ ভারতের মোকাবেলা করতে নামবেন অধিনায়ক বাবর আজমের। সে ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

পাকিস্তান একাদশ:

ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈষাণ কিষাণ (উইকেটরক্ষক), বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, হার্দিক পান্ডিয়া, রাবিন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img