আনোয়ারায় মধ্যরাতে ডিবি পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই

আনোয়ারায় মধ্যরাতে ডিবি পরিচয়ে অস্ত্র ঠেকিয়ে সাইফুল ইসলাম শামীম নামের এক সেচ্ছাসেবক লীগ নেতার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও তিনটি মোবাইল ডাকাতির ঘটনা ঘটেছে। তিনি উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামে এ ঘটনা ঘটে। শামীম স্থানীয় নুরুল ইসলামের পুত্র। এ সময় ডাকাতদের মারধরে শামীমের সাথে থাকা রিফাত নামে একজন আহত হয়েছে।

এ ঘটনায় আনোয়ারা থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী। তবে ঘটনার দুদিন হলেও ঘটনার তথ্য ও আসামী ধরার কোনো তৎপরতা নেই পুলিশের৷

ভুক্তভোগী সাইফুল ইসলাম শামীম বলেন, ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে রাত ১ টার সময় সিএনজি যুগে বাড়ী ফেরার পথে শিলাইগড়া গ্রাম এলাকায় সড়কে মাইক্রোবাস নিয়ে ৮জন লোক আমাদের গতিরোধ করে। তখন তাদের ৬জনের হাতে অস্ত্র ছিল। তারা নিজেদের ডিবির লোক পরিচয় দিলে আমি থানার ওসির সাথে কথা বলতে বলি। এসময় আমাদের মোবাইল কেড়ে নিয়ে গাড়ী চালকসহ আমাদের তিনজনকে পাশে একটি মুরগীর ফার্মে নিয়ে গিয়ে হাত পা বেঁধে রাখেন। আমার সাথে থাকা ব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ ৬০ হাজার টাকা ও তিনটি মোবাইল ছিনিয়ে নেন। এছাড়াও আমার সাথে থাকা রিফাত নামে একজনকে মারধর করে। পরে তারা চলে গেলে স্থানীয়দের সহযোগিতায় আমরা হাতের বাঁধ খুলে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।

এ ব্যাপারে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানায় একটি ছিনতাইয়ের মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img