আজ প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর শেষ কর্মদিবস

অবসরে যাচ্ছেন দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আগামী ২৫ সেপ্টেম্বর অবসরে যাবেন তিনি। তবে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হওয়ায় বিচারপতি হিসেবে আজই শেষ কর্মদিবস তার।

আজকে দিনের মতো এজলাসে বসবেন তিনি। রেওয়াজ অনুযায়ী আজই সুপ্রিম কোর্টের ১ নম্বর বিচারকক্ষে তাকে বিদায় সংবর্ধনা দেবেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সুপ্রিম কোর্টের গণমাধ্যমবিষয়ক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অবসর গ্রহণ উপলক্ষে আজ বৃহস্পতিবার ৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ১ নম্বর বিচার কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

বিদায়ী প্রধান বিচারপতির কার্যকাল বিশ্লেষণে দেখা গেছে, মামলাজট নিরসনে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর উল্লেখযোগ্য সাফল্য থাকলেও অনিষ্পন্ন রয়ে গেছে আলোচিত ও গুরুত্বপূর্ণ অনেক মামলা। আইনজ্ঞদের মতে, রাজনৈতিক বিতর্ক এড়িয়ে দায়িত্ব পালনই ছিল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর লক্ষ্য।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০২১ সালের ৩১ ডিসেম্বর শপথ গ্রহণের মাধ্যমে প্রধান বিচারপতি পদে দায়িত্ব গ্রহণ করেন। তিনি টানা ২০ মাস বিচারিক দায়িত্ব পালন করেন।

তথ্য অনুযায়ী, তার এই সময়ে মামলাজটে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন তিনি।

দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে ২০২০ সালের ৩০ ডিসেম্বর নিয়োগ দেওয়া হয়েছিল। সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই নিয়োগ দেন। শপথ গ্রহণের তারিখ থেকে ওই নিয়োগ কার্যকর হবে। প্রধান বিচারপতির নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী (অবসরপ্রাপ্ত) ২২তম প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের স্থলাভিষিক্ত হয়েছিলেন। বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২০১৫ সালের ৩০ এপ্রিল থেকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২১ সালের ১ জানুয়ারি বিকেল ৪টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি নতুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে শপথ পাঠ করান।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img