গোমতীতে গোসল করতে নেমে স্কুল ছাত্র নিখোঁজ, খোঁজ মিলেনি আজো

 

গতকাল রোববার দুপুর ১২ টায় কুমিল্লার বুড়িচং উপজেলার রামনগর এলাকায় গোমতী নদীতে ৩ বন্ধু গোসল করতে নেমে সিয়াম নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়। খবর পেয়ে বুড়িচং থানা পুলিশ, বুড়িচং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে চাঁদপুরে ডুবুরিকে খবর দেয়া হয়েছে তারা এসে উদ্ধার কাজে নামবে। ইতিপূর্বে ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়েছে নিখোঁজের সন্ধ্যানে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায় গতকাল রোববার দুপুর ১২ টায় কুমিল্লার বুড়িচং উপজেলা সদর থেকে দুই জন মামাত ও ফুফাত ভাই মিলে কুমিল্লার রামনগর এলাকার গোমতী নদীতে গোসল করতে আসে। তারা রামনগর গ্রামের শাহ আলমের ছেলে আল আমিন (নাইম) কে সঙ্গে নিয়ে নদীতে গোসল করতে নেমে মাঝ নদীর খর স্রোতা পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সিয়াম নামের একজন। বাকি দুইজন তাকে নদীতে তলিয়ে যেতে দেখে আর সাঁতার না দিয়ে নদীর পাড়ে চিৎকার করলে স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সাভির্সের ইস্টেসন অফিসার সোহেল রানা বলেন ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ঘটনারস্থলে পৌঁছায়, এবং উদ্ধার কাজে নামে।

এদিকে পানিতে তলিয়ে যাওয়া সিয়ামের চাচা আজাদ রহমান (৫৫) জানান, তার বড় ভাই মোঃ বাবর মিয়ার ছেলে ফারহান আহাম্মদ সিয়াম (১৪) স্থানীয় উপজেলার মডেল একাডেমির স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং আপন ভাগিনা বুড়িচং সদরের সেলিম হোসেন এর ছেলে বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র তানভীর আহামাদ (১৮)।

রোববার দুপুরে দু’জন মিলে গোমতী নদীতে গোসল করতে যায়। তারা উপজেলার ষোলনল ইউনিয়ন এর রামনগর গ্রামের মোঃ শাহ আলমের ছেলে আল আমিন এর বাড়িতে গিয়ে, নদীতে গোসল করতে নামে। প্রথমে তারা তিন বন্ধু মিলে নদীর পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে সাঁতার কেটে যায় পরে সিয়াম তাদের আগে সাঁতরে পূর্ব পাড়ে আসার সময় মাঝ নদীর খর স্রোতে পড়ে পানিতে তলিয়ে যায়। এ সময় আল আমিন ও তানভীরের চিৎকারে শত শত লোকজন জড়ো হয় এবং পুলিশ ও ফায়ার সার্ভিস কে খবর দেয়া হয়।

বুড়িচং থানার ওসি মোঃ মোজাম্মেল হক পিপিএম জানান, গতকাল দুপুর ১২ টায় তিন বন্ধু মিলে গোমতী নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সিয়াম নামের এক স্কুল ছাত্র। ফায়ার সার্ভিস ও ডুবুরিরা নিখোঁজের সন্ধানে চেষ্টা চালিয়ে গেলেও এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img