‘আমাকেও গ্রেপ্তার করুন’, নেতাদের গ্রেপ্তারের খবর শুনে সিবিআই কার্যালয়ে মমতা

ভারতের পশ্চিমবঙ্গে নারদা ঘুস কেলেংকারি মামলায় আজ সোমবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (সিবিআই) হাতে গ্রেপ্তার হন রাজ্যের দুই মন্ত্রী এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক এবং কলকাতা পৌরসভার সাবেক মেয়র। তাঁদের সবাইকে কলকাতার নিজাম প্যালেসে নিয়ে গ্রেপ্তার করা হয়।

সিবিআই সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে গ্রেপ্তার নথিতে সই করানো হয় এই চারজনকে। আর এই গ্রেপ্তারের খবর পাওয়ার পরেই নিজাম প্যালেসে পৌছে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সকালে কলকাতার সাবেক মেয়র এবং তৃণমূলের বিধায়ক ও মন্ত্রী ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। সকাল ৯টা নাগাদ তাঁকে বাড়ি থেকে নিয়ে যায় সিবিআই। এদিন সকালেই বিধায়ক মদন মিত্র এবং কলকাতা পুরসভার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। নিজাম প্যালেসে আনা হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও। এরপর তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার সকালে মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রকে তুলে আনা হয় সিবিআই দপ্তর নিজাম প্যালেসে। নিয়ে আসা হয় শোভন চট্টোপাধ্যায়কেও। কোনো নোটিশ ছাড়া মাত্র ঘণ্টা দেড়েকের ব্যবধানে চারজনকে তুলে আনা হয়। পরে গ্রেপ্তার করা হয় তাঁদের।

সোমবার সকালে ফিরহাদকে চেতলার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর মমতা যান ফিরহাদের বাড়িতে। সেখান থেকে সোজা চলে আসেন নিজাম প্যালেসে।

মমতা বলেন, ‘ওদের সঙ্গে দেখা করতে এসেছি। এই গ্রেপ্তারি বেআইনি। যতক্ষণ না আমাকে গ্রেপ্তার করা হচ্ছে, আমি নিজাম প্যালেস ছাড়ছি না।

সিবিআই সূত্রে জানা গেছে, আজই আদালতে পেশ করা হবে এই চারজনকে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img