কোভিড-১৯ এর সংক্রমণ রোধ করার লক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করে সরকার ঘোষিত বিধিনিষেধ লংঘন করার অভিযোগে ১৩ মামলায় ৫৫৬০ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসন।
আজ রোববার, ১৬ মে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইনামুল হাছান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামনুন আহমেদ অনিক এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত নগরীর পতেঙ্গা ও ইপিজেড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ৬ টি মামলা দায়ের করে মোট ১৮৬০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং সাধারণ মানুষ কে স্বাস্থ্য বিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সচেতনতার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষে মাস্ক বিতরণ করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ উমর ফারুক নগরীর সিআরবি, কাজীর দেউড়ী ও ডিসি হিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ৭ টি মামলা দায়ের করে ৩৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং সচেতনতার পাশাপাশি মাস্ক বিতরণ করেন। জেলা প্রশাসন, চট্টগ্রাম নিয়মিত অভিযান পরিচালনা করছে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধ করার লক্ষ্যে।
এরই ধারাবাহিকতায় ইদুল ফিতরের তৃতীয় দিনে সাধারণ মানুষ যেন স্বাস্থ্য বিধি প্রতিপালন করে সে লক্ষ্যে নগরীর গুরুত্বপূর্ণ স্থান গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, চট্টগ্রামের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয় জেলাপ্রশাসনের পক্ষ থেকে।