ভোট দিয়ে বাচ্চু বললেন, বিজয়ের বিষয়ে আশাবাদী

চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনে নিজের ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।

রবিবার (৩০ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে নগরের নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু। এরপর নিজের ভোট দেন।

এসময় তিনি বলেন, আমি ভোট দিয়েছি। এখানে পাশেই ভোটাররা লাইনে আছেন। উনারাও ভোট দিচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে ভোটার আরো বাড়বে আশা করি।

জয়ের আশাবাদ জানিয়ে মহিউদ্দিন বাচ্চু বলেন, সম্প্রতি হওয়া কয়েকটি নির্বাচনের ট্রেন্ড দেখলে বলতে পারি, আমি বিজয়ের বিষয়ে আশাবাদী।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন নিয়ে আমি কখনোই শঙ্কা প্রকাশ করিনি। আমি মনে করি শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে।

এর আগে রবিবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img