৭ দিনের যুদ্ধবিরতিতে সুদান

সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সাত দিনের মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সৌদি আরবের জেদ্দায় এ নিয়ে বিবাদমান দুটি গ্রুপের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর শনিবার যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, জেদ্দায় যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে সম্পাদিত নতুন চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার ৪৮ ঘণ্টা পর অর্থাৎ রোববার থেকে কার্যকর হবে৷

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, উভয় পক্ষের মধ্যে সম্পাদিত চুক্তি অনুযায়ী স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি বাড়ানো হতে পারে।

প্রসঙ্গত, এপ্রিলের মাঝামাঝি সুদানের সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে সুদানে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, যুদ্ধে এ পর্যন্ত সাত শতাধিক নিহত এবং পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img