চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জামসহ ১৩ জুয়াড়িকে আটক করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
শনিবার (২০ মে) দিবাগত রাতে রেলওয়ে স্টেশন সংলগ্ন লুৎফর কলোনির জুয়া খেলার বোর্ড থেকে তাদের আটক করা হয়।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বলেন, জুয়া খেলার আসর থেকে ১৩ জন জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস, জুয়ার বোর্ড থেকে নগদ ৫ হাজার ৭৩০ টাকা জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমজে/