আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের অশান্ত উত্তর-পশ্চিমাঞ্চলের একটি কয়লা খনির মালিকানা নিয়ে দুটি উপজাতি গোষ্ঠীর মধ্যে ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার (১৫ মে) এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মুনাওয়ার খান বলেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের দারা আদমখেলা জেলায় সোমবার খনির সীমানা নির্ধারণের সময় উপজাতি সানিখেলা এবং জারঘুনখেলার সশস্ত্র ব্যক্তিরা একে অপরের ওপর বন্দুক হামলা চালায়।
মুনাওয়ার খান আরও বলেন, দুই উপজাতি যুদ্ধ থামাতে অস্বীকৃতি জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে সৈন্যদের তলব করা হয়।
যদিও কয়লা খনিতে বিস্ফোরণে প্রতি বছর পাকিস্তানজুড়ে বহু মানুষ মারা যায়, তবে এ ধরনের সহিংস সংঘর্ষ বিরল। কয়লা খনিগুলো পাকিস্তানের বিশেষ করে উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে অবস্থিত।
এমজে/