কেন্দ্রীয় শহীদ মিনারে ডা. জাফরুল্লাহর মরদেহ

সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টার পর ফ্রিজিং ভ্যানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়।

সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য দুপুর ১টা পর্যন্ত তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। সেখানে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হবে।

বুধবার সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও শ্রদ্ধা নিবেদন কমিটির আহ্বায়ক অধ্যাপক আলতাফুন্নেছা জানিয়েছিলেন, আগামীকাল শুক্রবার সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদনের জন্য জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ নেওয়া হবে সাভার গণ বিশ্ববিদ্যালয়ে। তাঁরই হাতে গড়ে তোলা প্রতিষ্ঠানটিতে শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে বাদ জুমা দ্বিতীয় জানাজা হবে।

গত মঙ্গলবার রাত সোয়া ১১টায় সর্বজনীন স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের প্রতিষ্ঠিত হাসপাতাল ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন জাফরুল্লাহ চৌধুরী।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img