প্রকাশিত হয়েছে জবিতে বর্ষবরণ আয়োজনের সময়সূচি

আগামী ১৪ এপ্রিল (শুক্রবার) দেশজুড়ে উদযাপিত হবে ‘বাংলা নববর্ষ- ১৪৩০’-এর প্রথম দিন পয়লা বৈশাখ। তবে গতবারের মতো এইবারও রমজান মাস চলমান থাকায় এইবারের আয়োজনে থাকবে কিছুটা সীমাবদ্ধতা। এইবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলা নববর্ষ ১৪৩০’ এর আয়োজন শেষ করতে হবে দুপুর ১২:০০ টার মধ্যেই।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওয়েবসাইটে প্রকাশিত বর্ষবরণ উৎসবের সময়সূচিতে এ তথ্য জানানো হয়।

বর্ষবরণের দিন সকাল ৯টা ৩০ মিনিটে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে। মঙ্গল শোভাযাত্রাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে শুরু হয়ে ভিক্টোরিয়া পার্ক হয়ে আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে আসবে। মঙ্গল শোভাযাত্রার মূল ব্যানারে উপাচার্য মহোদয়ের সাথে উপস্থিত থাকবে পহেলা বৈশাখ উদ্‌যাপন অভ্যর্থনা কমিটির সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্যবৃন্দ।

তারপর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে সংগীত বিভাগ। এরপর নাটক মঞ্চায়ন করবে নাট্যকলা বিভাগ যা দুপুর ১২টার মধ্যে শেষ হয়ে যাবে।
এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নীচ তলায় দিনব্যপী থাকছে প্রকাশনা প্রদর্শনী।

বর্ষবরণ অনুষ্ঠান প্রতিটি বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়। কিন্তু গত ২ বছর ধরে রমজান মাস থাকায় বর্ষবরণ আয়োজনে থাকে সীমাবদ্ধতা।তাছাড়া এইবারের বর্ষবরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকায় বলা চলে থাকবে না তেমন জাকজমকপূর্ণতা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img