কিং খান খ্যাত এই অভিনেতা এসিডদগ্ধ প্রত্যেকটি নারীর সাথে পোজ দিয়ে ছবি তুলেছেন । এছাড়াও তাদের সাথে অনেকক্ষণ কথা বলে সময় কাটান তিনি, একটি গ্রুপ ছবিও তোলেন।
মীর ফাউন্ডেশন হচ্ছে শাহরুখ খানের বাবা মীর তাজ মুহাম্মাদ খানের নামে একটি জনকল্যাণমূলক ফাউন্ডেশন যা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে। সম্প্রতি ফাউন্ডেশনটি দিল্লি দুর্ঘটনার শিকার অঞ্জলি সিংয়ের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেছে।
শাহরুখ খান সম্প্রতি টাইম ম্যাগাজিনের বার্ষিক টাইম ১০০ মধ্যে তালিকার জরিপে শীর্ষে রয়েছেন। এ জরিপে তিনি ফুটবল তারকা লিওনেল মেসি, প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল, অস্কার বিজয়ী মিশেল ইয়োহ এবং মেটা সিইও মার্ক জুকারবার্গের মত ব্যক্তিত্বদের পিছনে ফেলেছেন।
আমেরিকার একটি প্রকাশনার অনুসারে, ১.২ মিলিয়ন ভোটের মধ্যে চার শতাংশের বেশি ভোট পেয়েছেন তিনি। এই নির্বাচনের ক্ষেত্রে, ম্যাগাজিনের পাঠকরা বার্ষিক টাইমের সব চেয়ে প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় স্থান পাওয়ার জন্য যাকে যোগ্য মনে করে এমন ব্যক্তিদেরই ভোট প্রদান করে।
সূত্র : হিন্দুস্থান টাইমস