চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় একটি ডাস্টবিন থেকে একটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ। তবে হাতটি কার তা এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।
মঙ্গলবার (২৮ মার্চ) বেলা ১১ টার দিকে খুলশী থানার ডেভারপাড় এলাকার কুসুমবাগ আবাসিকের পাশে একটি ডাস্টবিন থেকে হাতটি উদ্ধার করা হয়।
খুলশী থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাহেদ খান জানান, ডাস্টবিনের পাশে একটি হাত পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিল।
পরিচ্ছন্নতাকর্মীরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে হাতটি উদ্ধার করি। বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক মর্গে রাখা হয়েছে। হাতটি কার তা এখনও শনাক্ত করা যায়নি। তবে হাতটির আঙ্গুলের ছাপ সংগ্রহ করতে পুলিশের সিআইডি টিম ঘটনাস্থলে আসছেন। ধারণা করছি এটি কোনো হাসপাতাল থেকে ময়লা ডাস্টবিনে ফেলা হয়েছে।
এমজে/