পবিত্র “রমজান” মাস বাংলাদেশে শুরু হয়েছে আজ থেকে। আরবি মাসগুলো শুরু হয় চাঁদের উপর নির্ভর করে। “রমজান” মাস একটি ফজিলত পূর্ণ মাস। এই মাস আত্মত্যাগের মাস। এই মাস গুনাহ মাফের মাস। এই মাসে দুটি বিশেষ আমল রয়েছে। যেমনঃ রমজানের রোজা রাখা এবং তারাবির সালাত আদায় করা। ১. রমজানের রোজা রাখা। এটি একটি ফরজ ইবাদত পাশাপাশি রমজানের রোজা ইসলামের পাঁচ মৌলিক বিষয়ের একটি। ইসলামি বিধান অনুযায়ী প্রাপ্তবয়স্ক, মানসিকভাবে সুস্থ, শরিয়তের দৃষ্টিতে মুসাফির নয় এবং শারীরিক-মানসিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিম নরনারীর জন্য রোজা রাখা ফরজ। আরবিতে রোজাকে সাওম বলা হয়, আর রোজা পালন করাকে সিয়াম বলা হয়। সিয়াম শব্দের অর্থ কোনো কাজ থেকে বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার, যৌনতা, পাপাচার এবং সেই সঙ্গে যাবতীয় ভোগ-বিলাস ও অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকার নাম রোজা। দ্বিতীয় হিজরির শাবান মাসে রোজা ফরজ করা হয়। পবিত্র কোরআনে আল্লাহ তা’য়ালা রোজা রাখার নির্দেশ দিয়ে এরশাদ করেন; হে মুমিনগণ, তোমাদের ওপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা আল্লাহভীতি অর্জন করতে পারো। (সুরা বাকারা: ১৮৩) মহানবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, রোজার পুরস্কার আল্লাহ নিজেই দান করবেন। ২. তারাবির সালাত আদায় করা। এ মাসের বিশেষ ইবাদত তারাবির নামাজ। আরবি তারবিহা শব্দের বহুবচন তারাবি, যার অর্থ বিশ্রাম করা এবং আরাম করা। যেহেতু এই নামাজে চার রাকাত পরপর বিশ্রাম নেওয়া হয়, তাই এর নাম তারাবি। পবিত্র রমজান মাসে এশা ও বিতরের নামাজের মাঝে যে ২০ রাকাত নামাজ আদায় করা হয়, শরিয়তের পরিভাষায় এই নামাজকেই তারাবির নামাজ বলা হয়। তারাবির নামাজ ২০ রাকাত আদায় করা সুন্নতে মুআক্কাদা। অপারগতা ছাড়া তা পরিত্যাগকারী গুনাহগার হবে। পুরুষদের জন্য জামাতের সঙ্গে তারাবি আদায় করা সুন্নতে মুআক্কাদা কেফায়া। যদি মহল্লার কিছু লোক জামাতের সঙ্গে আদায় করে নেয়, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। অন্যথায় সবাই গুনাহগার হবে। রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। (বুখারি) রমজানের নফল ইবাদত অন্য মাসের ফরজ সমতুল্য। ফরজ ইবাদত অন্য মাসের ৭০টি ফরজ সমতুল্য। তাই আসুন, রমজানের প্রত্যেকটি হক আদায়ের মাধ্যমে অশেষ নেকি অর্জন করি।
লেখকঃ হুসাইন মুহাম্মাদ, সংবাদকর্মী।