‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ ধারাবাহিক ও বিগ বসের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পাওয়া এবং বর্তমানে মুম্বাই ইন্ডাস্ট্রির অন্যতম নাম হিনা খান। সম্প্রতি প্রথমবার ওমরাহ করতে গিয়েছেন অভিনেত্রী। সেই কারণে রমজান শুরুর আগেই মক্কায় পৌঁছেছেন। ওমরাহ করে ভীষণ খুশি, তবে সোশ্যাল মিডিয়ায় পোশাক নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি মক্কার উদ্দেশ্যে রওনা দেয়া এবং সেখানে পৌঁছানোর একাধিক ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন হিনা খান। সেই ছবি দেখেই নেটিজেনদের একাংশ কটাক্ষ করেছেন অভিনেত্রীকে।
মক্কা সফরের সময় সাদা রঙের চিকনের কুর্তা, স্ট্রেট প্যান্ট ও মাথায় হিজাব পরেছিলেন হিনা। তার এই পোশাক ছিল যথেষ্ট স্বচ্ছ। ফলে অন্তর্বাস স্পষ্ট হয়ে উঠেছে ছবিতে। যা দেখে চটেছেন অনেকেই।
তবে হিনার ভক্তরা তার পাশে দাঁড়িয়েছেন। মক্কায় গিয়ে ওমরাহ করার এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন অনেকেই। তাকে নো মেকআপ লুকে দুর্দান্ত লাগছে এও জানিয়েছেন অনেকে।
টেলিভিশনের পর্দায় সংস্কারি বউমার বেশে দেখা গেলেও, বাস্তব জীবনে বেশ বোল্ড পোশাক পরেন হিনা। এর আগেও পোশাকের কারণে নেটপাড়ায় একাধিকবার নিন্দার মুখে পড়েছেন তিনি।
দুদিন আগেই কালো গাউন পরে ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন হিনা। যেখানে বোল্ড অবতারে ধরা দিয়েছেন। তিনি মক্কায় যাওয়ার খবর শেয়ার করার পর এই ছবিতে কমেন্টের পরিমাণ অনেকটাই বেড়ে যায়।
কেউ লেখেন, ‘আপনি ওমরাহ করতে করতে এইসব ছবি আপলোড করছেন? ছিঃ ছিঃ!’ কারও মন্তব্য, ‘হিনা, এইসব করা উচিত হয়নি। এই কীর্তি আপনাকে শোভা দেয় না।’ আরেকজন লেখেন, ‘উমরাহ করতে করতেই এইসব ছবি পোস্ট করছেন! আপনার ঔদ্ধত্য আমাকে অবাক করছে।’
এমজে/