মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ সোমবার এক আকস্মিক সফরে ইউক্রেনে গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাইডেনকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি এই সফরের জন্য বাইডেনকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে কিয়েভে গিয়ে বাইডেন বলেছেন, পুতিন মনে করেছিলেন ইউক্রেন দুর্বল কিন্তু এটি পুরোপুরি ভুল।
মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, প্রায় এক বছর আগে পুতিন যখন ইউক্রেনে আগ্রাসন শুরু করেন, তখন তিনি ভেবেছিলেন ইউক্রেন দুর্বল এবং পশ্চিম বিভক্ত। তিনি আরও ভেবেছিলেন তিনি আমাদের ছাড়িয়ে যাবেন। কিন্তু তিনি পুরোপুরি ভুল।
এ ছাড়া বাইডেন ইউক্রেনের প্রতি তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছেন। কিয়েভ সফরে তিনি ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তার প্যাকেজ ঘোষণা করেন।
বাইডেনের ইউক্রেন সফর নিয়ে হোয়াইট হাউজ এক বিবৃতি জারি করেছে। সেখানে বাইডেন বলেছেন, বিশ্ব যখন ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর পূর্তি পালনের প্রস্তুতি নিচ্ছে তখন আজ আমি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে আসছি। বাইডেন আরও বলেন, আমি ইউক্রেনের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি আমাদের অটল প্রতিশ্রুতি পুনর্নিশ্চিত করছি।
এমজে/