বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরে সবার আগে ফাইনালে উন্নিত গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলায় বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স মুখোমুখি হবে। এই ম্যাচে যারা জিতবে তারা কুমিল্লার সঙ্গে আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরে ফাইনালে খেলবে।
বিপিএল ফাইনালের জন্য টিকিটের দাম নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথম কোয়ালিফায়ারে টিকিটের যে মূল্য নির্ধারণ করা হয়েছিল সেই মূল্যেই ফাইনাল দেখতে পারবেন দর্শকরা।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, টিকিটের সর্বনিম্ন মূল্য ৩০০ টাকা। আর সর্বোচ্চ মূল্য ২,০০০ টাকা।
গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের মূল্য ৪০০ টাকা। ক্লাব হাউজের টিকিটের মূল্য ৮০০ টাকা। আর ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য ১৫০০ টাকা।
বিপিএল ফাইনাল দেখতে আগ্রহীরা বুধবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেরেবাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।