চট্টগ্রামে বন্ধ হয়েছে ওএমএসের চাল ও আটা বিক্রি বিক্রির কর্মসূচি। নগরী ও জেলায় গত ১ সেপ্টেম্বর থেকে খোলাবাজারে চাল বিক্রি শুরু হয়। চার মাস চলার পর তা বন্ধ হয়ে গেলো।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) কর্মসূচি বন্ধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুল কাদের।
তিনি বলেন, চট্টগ্রাম মহানগরী ও জেলায় গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চার মাসব্যাপী ন্যায্যমূল্যের বিশেষ ওএমএসের চাল ও আটা বিক্রি কার্যক্রম চলেছিল। এই কার্যক্রমের আওতায় প্রতিদিন নগরীতে ১৪টি ট্রাকের মাধ্যমে ২৮ মেট্রিক টন চাল বিক্রি করা হয়েছে। প্রতি ট্রাকে ২ মেট্রিক টন করে। পাশাপাশি নির্ধারিত ডিলারের মাধ্যমেও নগরীর ১৯টি পয়েন্টে দোকানে দেড় মেট্রিক টন করে চাল এবং ১ মেট্রিক টন করে আটা বিক্রি করা হয়েছে। একজন ক্রেতা খোলা ট্রাক থেকে ৩০ টাকা দামে ৫ কেজি চাল কিনতে পেরেছেন। এছাড়া ডিলারের দোকান থেকে ৩০ টাকা দামে ৫ কেজি চাল ও ২৪ টাকা দামে ৫ কেজি আটা কিনতে পেরেছেন। এই কার্যক্রম ৩১ জানুয়ারি শেষ হয়েছে।
খাদ্য অধিদপ্তর থেকে জানা গেছে, প্রতিদিন নগরীতে সাড়ে ১১ হাজার ক্রেতার জন্য ৫৬ মেট্রিক টন চাল এবং ৪ হাজার ক্রেতার মাঝে ১৯ মেট্রিক টন আটা বরাদ্দ ছিল। উপজেলা পর্যায়ে প্রতিদিন ১০ হাজার ৮শ জন ক্রেতার জন্য ৫৪ মেট্রিক টন চাল বরাদ্দ ছিল।
এমজে/