চবি থেকে ছাত্রলীগের ১৭ নেতাকর্মীকে বহিষ্কার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও মারধরের পাঁচটি ঘটনায় ছাত্রলীগের ১৭ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি ছাত্র অধিকার পরিষদের এক কর্মীকে ও বহিষ্কার করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রবিউল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কর্তৃপক্ষ। সোমবার (৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির ভার্চুয়াল সভায় ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘উপাচার্য প্রফেসর শিরিণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিসিপ্লিনারি কমিটির সভায় বহিষ্কারের সিদ্ধান্তটি নেয়া হয়েছে। এতে ১৬ জনকে একবছর, একজনকে দেড় বছর ও একজনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়’।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রবিউল হাসান জানান, গত কয়েক মাসে ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সংঘর্ষ, হলে ভাঙচুর, সাংবাদিককে মারধরসহ বিভিন্ন ঘটনায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

এমজে/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img