১২ ঘণ্টায়ও নেভেনি স্পিনিং কারখানার তুলার গুদামের আগুন

গাজীপুরের ভবানীপুর এলাকার সামিন টেক্সটাইল গ্রুপের এমআর রোটর স্পিনিং কারখানার তুলার গুদামে ১২ ঘণ্টা ধরে আগুন জ্বলছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট রাত সাড়ে ১২টা থেকে কাজ করছে।

সামিন টেক্সটাইল গ্রুপের নির্বাহী পরিচালক মেজর (অব.) হাফিজ আহমেদ জানান, সোমবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টায় গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় কারখানার গুদামে এই ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ-আল আরেফিন জানান, শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের তিনটি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। রাত ১২টায় কাঁচা তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে। আগুনে বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে, তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুন কারণ এখনও জানতে পারেনি ফায়ার সার্ভিস।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img