বগুড়ায় বিলিয়ার্ড খেলা নিয়ে বিরোধের জেরে জুনায়েদ আল হাবিব বিপুল (২১) নামে এক যুবককে হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।
হত্যাকাণ্ডের পর শুক্রবার (১১ নভেম্বর) রাতেই বগুড়া সদর ও শিবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত চাকু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন তারা।
গ্রেফতারকৃতরা হলেন-বগুড়া শহরের নামাজগড় ভুষিপট্টির বাসিন্দা ও বিলিয়ার্ড ক্লাবের মালিক আরিফ হাসান (৩২), শহরের শিববাটি শাহী মসজিদ এলাকার দীপংকর রায় (১৯), সাহিল (২০), দক্ষিণ কাটনারপাড়ার শাকি আল মামুন (২৭) ও ফুলবাড়ি দক্ষিণপাড়ার শোহাইব নবী (২২)।
হত্যার শিকার জুনায়েদ আল হাবিব বিপুল শহরের বাদুড়তলার মৃত সাইফুল ইসলামের ছেলে। তিনি একটি ছাপাখানার কর্মচারী। শনিবার (১২ নভেম্বর) সকালে তার ভাই মোহাম্মদ শামিম সদর থানায় গ্রেফতার পাঁচ জনসহ মোট আট জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। গ্রেফতারকৃতদের বিকালে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে মূলহোতা দীপংকর রায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পাঁচ যুবক ও অজ্ঞাত কয়েকজন বগুড়া শহরের নামাজগড় এলাকায় মতি তালুকদারের পাঁচতলা ভবনের চতুর্থ তলায় ‘ব্রেক এন রান বিলিয়ার্ড ক্লাবে’ পুল খেলছিলেন। রাত পৌনে ৯টার দিকে বিপুল ও তার বন্ধুরা সেখানে আসেন। তারা পুলের বোর্ড ছেড়ে দিতে বলেন। রাজি না হওয়ায় দুই পক্ষের মধ্যে বাহবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বিপুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা।
বগুড়া জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, হত্যাকণ্ডের মূলহোতা দীপংকর রায়সহ পাঁচ আসামিকে গ্রেফতারের পর সদর থানায় সোর্পদ করা হয়েছে। বিকালে তাদের আদালতে হাজির করলে দীপংকর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে পাঁচ জনকে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।