কেনিয়ায় গুলিতে নিহত পাকিস্তানি সাংবাদিক আরশাদ শরীফের হত্যাকান্ড নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন কেনিয়ার অনুসন্ধানী সাংবাদিক ব্রায়ান অবুয়া। তার এ তথ্য প্রকাশের পর আরশাদ শরীফ হত্যাকান্ডের বিষয়টি আরও ঘোলাটে হলো।
টুইটারে সাংবাদিক ব্রায়ান ওবুয়া লিখেছেন, আরশাদ শরীফ যে গুলির আঘাতে নিহত হয়েছেন সেটি নির্ভুলতার সঙ্গে তার গাড়ির সামনের আয়না দিয়ে ছোড়া হয়। গুলিটি তার মাথার পেছন ভাগ দিয়ে প্রবেশ করে এবং সামনের দিক দিয়ে বের হয়ে যায়।
এই সাংবাদিক আরও বলেছেন, শরীফ যে গাড়িতে যাচ্ছিলেন সেটিতে সবমিলিয়ে নয়টি গুলি করা হয়। যার মধ্যে চারটি বাঁ পাশে ছোড়া হয়। আরেকটি গাড়ির ডান পাশের চাকায় আঘাত করে। খবর ডনের।
সাংবাদিক ব্রায়ান অবুয়া বলেছেন, পুলিশের ভাষ্য অনুযায়ী যেখানে গুলির ঘটনা ঘটেছে সেখান তেকে ৭৮ কি.মি দূরের একটি মর্গে আরশাদের মরদেহ পাওয়া যায়।
এরমধ্যে নেশন মিডিয়া গ্রুপে প্রকাশিত একটি প্রতিবেদনে আরেকজন অনুসন্ধানী সাংবাদিক জানিয়েছেন, আরশাদ শরীফের গাড়ির ভেতর থেকে পুলিশ সদস্যদের দিকে গুলি ছোড়া হয়।
ইউআর/