পুতিনের মন্তব্যের পর অবস্থান স্পষ্ট করলো দক্ষিণ কোরিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক মন্তব্যের পর ইউক্রেনে অস্ত্র পাঠানোর ব্যাপারে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল বলেছেন, তার দেশ ইউক্রেনে কোনও প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করেনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে বৃহস্পতিবার মস্কোতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার তরফে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হলে সেটি মস্কোর সঙ্গে সিউলের দ্বিপাক্ষিক সম্পর্ককে ধ্বংস করে দেবে।

সিউলের তরফে এই ধরনের পদক্ষেপ রাশিয়ার উত্তর কোরিয়ায় অস্ত্র পাঠানোর সমতুল্য পদক্ষেপ বলেও মন্তব্য করেন পুতিন।

রুশ প্রেসিডেন্টের এমন মন্তব্যের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউন সুক-ইওল বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সংহতি জানিয়ে আমরা ইউক্রেনকে মানবিক ও শান্তিপূর্ণ সহায়তা দিয়েছি। কিন্তু কখনও প্রাণঘাতী অস্ত্র বা এ জাতীয় কোনও জিনিস দেইনি। আমরা রাশিয়াসহ দুনিয়ার সমস্ত দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি।’

 

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img