কেরুর চিনি বেশি দামে বিক্রি করায় জরিমানা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় বেশি দামে চিনি বিক্রিসহ বিভিন্ন অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (২৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, সোমবার দর্শনা বাজারে অভিযান চালিয়ে দেখা যায়, ৭৪-৮০ টাকায় কেনা কেরুর অ্যান্ড কোংয়ের চিনি ১০০-১০৫ টাকা কেজি দরে বিক্রয় করছেন ব্যবসায়ীরা। যেখানে ভোক্তা পর্যায়ে সরকার নির্ধারিত খুচরা মূল্য ৯০ টাকা। কেজিতে লাভ করছেন ২০-২৫ টাকা।

তিনি আরও জানান, এই অপরাধে মেসার্স খালেক এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপর একটি মিষ্টির দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img