উত্তর ও দক্ষিণ কোরিয়া একে অপরের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগ করে পশ্চিম উপকূলে সতর্কতামূলক গুলিবিনিময় করেছে।
তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই সোমবার এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর পৌনে ৪টার দিকে প্রচলিত সমুদ্রসীমা নর্দান লিমিট লাইন (এনএলএল) অতিক্রম করে উত্তর কোরিয়ার একটি বাণিজ্যিক জাহাজ, সেটিকে তাড়াতে সতর্কতামূলক গুলি ছোড়ে।
উত্তর কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর জাহাজ এনএলএল লঙ্ঘন করার পর ১০টি রকেট গোলা ছুড়ে সতর্ক করে তারা।
চলতি বছর উত্তর কোরিয়া অভূতপূর্ব গতিতে একের পর এক অস্ত্র পরীক্ষা করছে। এ নিয়ে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটল।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকাণ্ডের প্রতিবাদে উত্তর কোরিয়া তাদের পূর্ব ও পশ্চিম উপকূলে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি কামান থেকে শত শত রাউন্ড গোলাবর্ষণ করেছে
ইউআর/