‘ডার্টি বোমা’ নিয়ে রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

ইউক্রেন নিজেদের ভূখণ্ডে ‘ডার্টি বোমা’ব্যবহার করে এর দায় মস্কোর ওপর চাপাতে পারে বলে রাশিয়া যে দাবি করছে, তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র।

একই সঙ্গে রাশিয়ার এ দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় দুই মিত্র যুক্তরাষ্ট্র ও ফ্রান্সও। খবর আনাদোলুর।

ডার্টি বোমা হচ্ছে এমন এক বিস্ফোরক, যা তেজস্ক্রিয়তা ছড়ায়। রোববার আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে টেলিফোন আলাপের সময় এ অভিযোগ করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী।

যদিও এ বোমার পরমাণু অস্ত্রের মতো ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা নেই, তবে এ বোমা বিস্ফোরণের ফলে বিস্তৃত অঞ্চলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে এবং তার থেকে পরিবেশে দূষণ ছড়িয়ে পড়তে পারে।

রাশিয়ার কর্মকর্তারা বারবার অভিযোগ করেছেন, ইউক্রেন এ ধরনের বোমার ব্যবহার করতে পারে। ইউক্রেন কর্তৃপক্ষও রাশিয়ার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ করেছে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর ওই অভিযোগের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর এ অভিযোগ বিপজ্জজনক মিথ্যা।

তিনি বলেন, রাশিয়ার বক্তব্য থেকে মনে হচ্ছে, তারা নিজেরাই ইউক্রেনের মাটিতে এ ধরনের তেজস্ক্রিয় বোমা ব্যবহারের পরিকল্পনা করছে।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img