চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ১১৯৭ জনের করোনার নমুনা পরীক্ষায় ৭৪ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৫৫ জন এবং বিভিন্ন উপজেলার ১৯ জন।
চট্টগ্রামে ৭ টি করোনা পরীক্ষার ল্যাব এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে রোববার (৯ মে) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ৩৮৫ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২২ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ১৫ জন। বিভিন্ন উপজেলায় ৭ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ২৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৯ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১৬ জন, উপজেলায় ৩ জন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫০৬ নমুনা পরীক্ষায় ১৪ জন পজিটিভ, নগরে ৭ জন, উপজেলায় ৭ জন।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২ টি নমুনা পরীক্ষায় ৪ জনের পজিটিভ। মহানগরে ৪ জন।
আর টি আর এল চট্টগ্রাম ল্যাবে ৩৭ টি নমুনা পরীক্ষায় ১২ জন পজিটিভ। মহানগরে ১০ জন, উপজেলায় ২ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৪ টি নমুনা পরীক্ষায় কোন পজিটিভ নেই।
মেডিকেল সেন্টার হাসপাতালে ১১ নমুনা পরীক্ষায় ৩ জনের পজেটিভ। নগরে ৩ জন।
এ ছাড়া উপজেলায় সাতকানিয়া ২ জন, বাঁশখালী ১ জন, আনোয়ারা ১ জন, চন্দনাইশ ১ জন, রাউজান ২ জন, ফটিকছড়ি ২ জন, হাটহাজারী ১ জন, সীতাকুন্ডে ৬ জন, সদ্বীপ ৩ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ৫১ হাজার ৯৩ জনে। এর মধ্যে মহানগরীতে ৪০ হাজার ৯১১ জন, উপজেলায় ১০ হাজার ১৮২ জন।
এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ৮ জন, মোট ৫৬৩ জন। মহানগরীতে ৪১৬ জন, বিভিন্ন উপজেলায় ১৪৭ জন।