রাজধানীতে আক্রান্ত ৯৫ শতাংশের শরীরে আফ্রিকান ভ্যারিয়েন্ট

রাজধানী ঢাকায় প্রায় ৯৫ ভাগ করোনা রোগীর শরীরে রয়েছে আফ্রিকান ভ্যারিয়েন্ট। মার্চের তৃতীয় সপ্তাহ থেকে এটি দেখা দেয়। আগে করোনা রোগীদের শরীরে ইউকে ভ্যারিয়েন্ট দেখা গেলেও এটি এখন আর দেখা যায় না। এখন আর করোনা রোগীদের শরীরে অন্য ভ্যারিয়েন্ট নেই। প্রায় ৭০০ করোনা রোগীকে পরীক্ষা করে এ তথ্য নিশ্চিত করেছে আইসিডিডিআরবি।

শনিবার (৮ মে) পর্যন্ত রাজধানীতে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যায়নি। প্রতি সপ্তাহে ভ্যারিয়েন্ট পরীক্ষা করা হয়। তবে রোগী অনুযায়ী এই পরীক্ষা খুবই অপর্যাপ্ত।

আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভাইরোলজি ল্যাবের প্রধান ড. মোস্তাফিজুর রহমান বলেন, ভ্যারিয়েন্ট নিয়ে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। সব ভ্যারিয়েন্ট প্রায় একই রকম। স্বাস্থ্যবিধি মেনে চললে কোনো ভ্যারিয়েন্টই ঝুঁকিপূর্ণ নয়। এর জন্য সব সময় মাস্ক পরিধান করতে হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img