চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস অধিবেশনে তৃতীয়বারের জন্য পার্টির প্রধান নির্বাচিত হয়েছেন শি জিনপিং। নতুনভাবে গঠন করা হয়েছে কমিটি। তার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে রাখা হয়নি কোনো নারী সদস্য।
শনিবার সংবাদ সম্মেলন শেষে ২৫ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে। এর সঙ্গে স্থায়ী কমিটির নামও প্রকাশ করা হয়েছে।
তবে তার কার্যনির্বাহী কমিটিতে কোনো নারীকে রাখা হয়নি।
কয়েক দশকের অভিজ্ঞতাসহ স্টেট কাউন্সিলের একজন সহকারী প্রধান ছিলেন সুন চুনলান। সবশেষ কমিটিতে একমাত্র নারী ছিলেন তিনি। ৭২ বছর বয়সে তাকে এ দায়িত্ব থেকে অবসর নিতে হয়েছে।
তার উত্তরসূরি হিসেবে বেশ কয়েকজন নারী ছিলেন সুনের দায়িত্ব পাওয়ার মতো। তবে তাদের কাউকে সেই দায়িত্ব দেওয়া হয়নি। ফল চীনা কমিউনিস্ট পার্টি এবং চীনা সমাজের দৃঢ়ভাবে পুরুষতান্ত্রিক প্রকৃতিকে আরও বিস্তৃতভাবে প্রতিফলিত করা হয়েছে।
ইউআর/