বাংলাদেশের প্রশংসা করলেন জন কেরি

ঐতিহ্যগতভাবে খুব কম কার্বন নির্গমনকারী দেশ হওয়া সত্ত্বেও উচ্চাভিলাষী জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং প্রশমন উদ্যোগের জন্য বাংলাদেশের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে এ প্রশংসা করেন তিনি। ১৩ অক্টোবর পাঠানো ওই চিঠিতে জন কেরি নতুন মুদ্রাস্ফীতি হ্রাস আইনসহ (আইআরএ) জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বাইডেন প্রশাসনের বেশ কয়েকটি পদক্ষেপও তুলে ধরেন।

চিঠিতে জন কেরি গত বছর গ্লাসগোতে কপ-২৬ এর আগে জমা দেওয়া উচ্চাভিলাষী ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশনের-এনডিসির জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং নভেম্বরে শার্ম এল শেখে কপ-২৭ এর আগে আরও মতামত দেওয়ার জন্য অনুরোধ করেন।

তিনি এনডিসির লক্ষ্য বাস্তবায়নের উপায় খুঁজে বের করার ক্ষেত্রে মার্কিন সরকারের সমর্থনেরও আশ্বাস দেন।

জলবায়ু সংক্রান্ত কার্যক্রম এবং লক্ষ্যগুলোর জন্য বাংলাদেশের প্রশংসার পাশাপাশি জন কেরি মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি জলবায়ু উদ্যোগে যোগদানেরও আহ্বান জানান। এর ফলে বাংলাদেশ অন্যান্য বৃহৎ নির্গমনকারীদের জন্য একটি ইতিবাচক উদাহরণ স্থাপন ও বিশ্ব জলবায়ু প্রক্রিয়ায় অর্থপূর্ণভাবে অংশ নিতে উৎসাহিত করতে পারে।

চিঠিতে বিশেষ দূত জন কেরি গত বছর ১০টি নতুন কয়লা বিদ্যুৎকেন্দ্র বাতিল করার ঘোষণার জন্য বাংলাদেশকে স্বাগত জানিয়েছেন।

তিনি ক্লিন এজ এশিয়া ইনিশিয়েটিভসহ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, ক্লিন এনার্জি এবং এনার্জি এক্সেস লক্ষ্যের জন্য মার্কিন সমর্থনের প্রতিশ্রুতি দেন।

ইউআর/

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

সর্বশেষ

- Advertisement -spot_img

এই বিভাগের আরও

- Advertisement -spot_img